ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ার ১৮ এলাকা ‘রেড জোন’ ঘোষণা 

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২৬, ১৫ জুন ২০২০

কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২২ এপ্রিল প্রথম রোগী শনাক্তের পর আক্রান্ত বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 

এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের ৮টি ওয়ার্ড ও শহর লাগোয়া হাটশ হরিপুর ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। আজ সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানালেও এখনও পর্যন্ত ঘোষিত এলাকাগুলোতে কোন বিধি নিষেধ কার্যকর করা হয়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘আজ এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে। আগামীকাল থেকে রেড জোন এলাকাগুলোতে বিধি নিষেধ কার্যকরে পদক্ষেপ নেওয়া হবে।’ 

রেড জোনের আওয়াতাধীন এলাকাগুলো হলো,  শহরের কমলাপুর, থানাপাড়া, কুঠিপাড়া, চৌড়হাস,আদর্শপাড়া, হাউজিং, কালীশংকরপুর, বাড়াদি, জগতি, চেঁচুয়া ও কুমারগাড়া। এছাড়া ভেড়ামারা শহরের ওয়ার্ডভিত্তিক এলাকা হলো, ফারাকপুর, নওয়াদাপাড়া, পূর্ব ভেড়ামারা, কুঠি বাজার, দক্ষিণ রেলগেট ও বামনপাড়া।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি