ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ১৫ জুন ২০২০ | আপডেট: ১৭:৪৫, ১৫ জুন ২০২০

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে সুভাস চন্দ্র রায় (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোরে নীতপুর সীমান্তের ২২৭নং পিলারের নিকট প্রায় ৫০০ মিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের বাসিন্দা ভুলু রায়ের ছেলে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। এদিকে নিহতের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে পত্র দিলেও সোমবার বিকেল ৫ টা পর্যন্ত তারা কোন জবাব দেয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নিতপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতের অভ্যন্তরে ৮/১০ জন রাখাল গরু নিতে যায়। সোমবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারে নিকট ভারতের অভ্যন্তরে তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস। এছাড়া তার সহযোগী আরো একজনের কোন খ্জো পাওয়া ঠচ্ছে না বলে জানান তারা। 

এ ব্যাপারে ১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান বলেন, প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এছাড়া আরও কেউ আহত আছে কিনা তা খোঁজ নেয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

এদিকে নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)র কমান্ডিং-অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। তবে এখন পযর্ন্ত তারা কোন সাড়া দেয়নি।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি