ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০৭, ১৫ জুন ২০২০ | আপডেট: ১৯:১১, ১৫ জুন ২০২০

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টা পাড়া সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
 
বিজিবি জানায়, সোমবার ভোর রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০ এর কাছে ১৫ থেকে ২০ জনের একটি দল গরু আনতে যায়।

এসময় বিএসএফর ধাওয়া খেয়ে বাকীরা পালিয়ে আসলেও হজরত আলী (৪৮) কে ধরে নিয়ে যায় ঝালরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। আটক হজরত আলীর বাড়ী উপজেলার শৌলমারী ইউনিয়নের লাউয়াবাড়ী গ্রামে।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম আজাদ জানান, আটক বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিএসএফ’র সাথে যোগাযোগ চলছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি