ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২  

এম হেদায়েত,সীতাকুণ্ড 

প্রকাশিত : ২০:৪৯, ১৫ জুন ২০২০ | আপডেট: ২০:৫৪, ১৫ জুন ২০২০

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সোমবার সকাল ১০টায় সীতাকুণ্ড সিটি গেট এলাকায় এবং অপরটি জোড়ামতল এলাকায় বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, সীতাকুণ্ডের সিটি গেট এলাকায় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মাদাম বিবির হাট এলাকার আছাদি শিপ-ব্রেকিং ইয়ার্ডের কাটিং কন্টাক্টর এর সুপারভাইজার দেলোয়ার (৪০) ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার বিষয়টি আছাদি শিপ ব্রেকিং ইয়ার্ডের কাটিং ম্যানাজার করিম নিশ্চিত করেন। 

আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান কাভার্ডভ্যানটি ও ড্রাইভারকে আটক করে মোটরসাইকেল আরোহী নিহত দেলোয়ারকে চমেক মর্গে প্রেরণ করেন। 

অপরদিকে বিকেল ৪টার সময় সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় কেডিএস লজিস্টিকস একটি লরি এমদাদ (২৭) নামে একজনকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক এমদাদকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাড়ি বরিশালে বলে জানা গেছে। নিহত এমদাদ কেডিএস লজিস্টিকস লি. এর আওতাধীন লোডস্টার কোম্পানির সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি