ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে করোনা আক্রান্ত বেড়ে ৮৬ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ১৫ জুন ২০২০ | আপডেট: ২২:২৭, ১৫ জুন ২০২০

নাটোরে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের ২ জন গুরুদাসপুর, ১ জন সদর, ১ জন সিংড়া এবং ১ জন লালপুর উপজেলায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন। সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, মেডিকেল কলেজ ল্যাবে সোমবার  দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১৮৩টি। সেখানে ১৫ জনের নমুনা পজিটিভ এসেছে। এ মধ্যে নাটোরের ৫ জন, পাবনার ৮ জন ও রাজশাহী নগরের ২ জন।

নাটোরের সভিল সার্জন ডা. মিজানুর রহমান ৫ জন সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিভিন্ন ল্যাব থেকে ১৫০টি নমুনার রেজাল্ট আসে। এর মধ্যে গুরুদাসপুর উপজেলার ৩ জন,সিংড়ার ১ জন,লালপুর উপজেলা ১ জন এবং সদর উপজেলার ১ জনসহ মোট ৫ জন করোনায় আক্রান্ত। 

এ নিয়ে জেলা সোমবার পর্যন্ত ৮৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন এবং ৫০ জন সুস্থ হয়েছেন। আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন। নতুন করে আক্রান্তদের বাড়ি সমুহ লকডাউন করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি