ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে আক্রান্ত বেড়ে ১৬৭

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ১৬ জুন ২০২০

ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৮ জন, মৃত্যু হয়েছে ২ জনের।

সোমবার (১৫ জুন) রাতে দিনাজপুর মেডিকেল থেকে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে। 

নতুন আক্রান্তদের মধ্যে বালিয়াডাঙ্গীর নাউরিয়াপাড়া ও কাশিডাঙ্গা গ্রামের ২ জন। রাণীশংকৈলের হাতগাঁও ও বাবুরিয়া গ্রামের ২ জন। অপর দু’জন পীরগঞ্জের একতিয়ারপুর ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি