ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ১৬ জুন ২০২০

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিতাই কুন্ডু (৩৫) নামে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত নিতাই শহরের ৭নং ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকার মঙ্গল কুন্ডুর ছেলে।

ডা. নূরুল আমিন জানান, ‘অসুস্থ নিতাই কুন্ডুকে সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় তিনি মারা যান। তার শরীরে করোনার উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, গতকাল পর্যন্ত কুষ্টিয়া জেলায় মোট ২৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে একজন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি