ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হিজড়াদের খাদ্য সহায়তা দিল লাইট হাউজ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ১৬ জুন ২০২০

দিনাজপুরের হিলিতে করোনায় কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়া গরীব, অসহায়, দুস্থ হিজড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ।

আইসিডিডিআরবি ও জার্মান ডক্টরস’র আর্থিক সহায়তায় আজ মঙ্গলবার সকাল ১১টায় লাইট হাউজ হিলি সাবডিআইসির আয়োজনে সংস্থাটির নিজ কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এতে হিলি স্থলবন্দর এলাকায় অবস্থানরত ৩৬ জন হিজড়াদের মাঝে প্রত্যেককে চাল ১২ কেজি,  ৪ কেজি আলু, ২ কেজি ডাল,  ২ লিটার তেল, ২ কেজি লবণ ও ২ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু তাদের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় সেখানে লাইট হাউজ হিলি সাবডিআইসির ম্যানেজার আরিফুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি