ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে ৫৪০ জেলে পরিবারে সেলাই মেশিন বিতরণ

সরাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩০, ১৬ জুন ২০২০ | আপডেট: ১৬:৩১, ১৬ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫৪০ জন জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধক মূলক সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়।
 
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সংরক্ষিত আসন- ৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
 
এতে বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন মো. নাজমুল আহমেদ প্রমূখ। 
কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি