ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দোহারে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৬, ১৬ জুন ২০২০ | আপডেট: ১৬:৫৭, ১৬ জুন ২০২০

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা প্রমীলা ভেরনীকা গমেজ (৮৮) নামে এক বৃদ্ধের কবরস্থ করলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবীরা। 

মঙ্গলবার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের স্বেচ্ছাসেবীরা গোল্লা গির্জার কবরস্থানে তাকে কবরস্থ করেন।  শনিবার ১৩ জুন রাতে গাজীপুর পাগার এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয় বৃদ্ধের। 

মৃত প্রমীলা ভেরনীকা গমেজ নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বালির ডিয়র গ্রামের সিমফম গমেজের স্ত্রী। সে গাজীপুর পাগার এলাকায় থাকতেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে বৃদ্ধের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়,প্রমিলা ১০/১২ দিন ধরে সর্দিকাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসায় নিচ্ছিলেন। ১৩ জুন রাতে গাজীপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিধি মেনে ১৫ জুন মঙ্গলবার সকালে উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদের সৎকার টিমের সভাপতি অনুপম দত্ত নিপুর নেতৃত্বে ধর্মীয় রীতি অনুযায়ী গোল্লা গির্জায় তার মরদেহ কবরস্থ করা হয়।

মৃতের পরিবারের বরাত দিয়ে অনুপম দত্ত নিপু জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।
কেআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি