ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

হিলিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৮, ১৬ জুন ২০২০

দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী নির্দেশিত অন্তত তিনটি করে গাছ রোপনের নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হিলি পৌরসভা প্রাঙ্গণে ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। 

পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন স্কুল কলেজ, বাসাবাড়িসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে ফলদ, বনজ, ওষধি গাছ রোপন করা হবে। এসময় সেখানে পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌরকর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম ও সাধারণ আরশাদ আলী উপস্থিত ছিলেন।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সারা দেশে সবুজ বেষ্টনি গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দলের নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশে ফলজ,বনজ, ওষধি গাছসহ অন্তত তিনটি করে গাছ রোপনের প্রতি আহবান জানিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আজ ফলজ গাছ রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি