ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁর পোরশায় ট্রাক চাপায় আদিবাসী নারী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৬, ১৬ জুন ২০২০

নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি-গাংগুরিয়া সড়কের দিঘীরহাট নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের চাপায় শুকবালা (৫০) নামে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠির নারীর মৃত্যু হয়েছে।  নিহত শুকবালা  উপজেলার ঘাটনগর কাচারীপাড়া গ্রামের শ্রী খুদু সরদারের স্ত্রী।

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, ওইদিন বিকেলে ওই নারী  উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের তাঁতীপাড়া জামাইয়ের বাড়িতে থেকে ব্যাটারী চালিত ভ্যান যোগে নিজ বাড়ি আসছিলেন। সন্ধ্যার দিকে ঘটনাস্থলে তিনি ভ্যান থেকে নেমে রাস্তা পার হচ্ছে ছিলেন। এসময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান।

সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি