ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

ব্রি হাইব্রিড ধান-৫ এর ফলাফল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৪, ১৬ জুন ২০২০ | আপডেট: ২১:০৭, ১৬ জুন ২০২০

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান-৫ এর ফলাফল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কামারপাড়া গ্রামে মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম সদর।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক মো. মজহারুল ইসলাম, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা,বীজ প্রত্যয়ন অফিসার আফরোজা পারভীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানাজ সুলতানা, স্থানীয় কৃষক আব্দুর রহমান প্রমুখ।

ওই এলাকার কৃষক আব্দুর রহমান একবিঘা জমিতে নতুন উদ্ভাবিত এ ব্রি ধান-৫ আবাদ করে ফলন পেয়েছেন সাড়ে ২৯ মন ধান। মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষকের মাঝে ব্রি হাইব্রিড ধান-৫ এর এ সাফল্য তুলে ধরেন কৃষি কর্মকর্তা ও ধান চাষী কৃষক।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি