ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলা কাস্টমসের ২ কর্মকর্তা করোনা আক্রান্ত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৭, ১৬ জুন ২০২০ | আপডেট: ২১:২৮, ১৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ ২ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে আক্রান্তদের সংস্পর্শে থাকা আরও দুইজন আইসোলেশনে রয়েছেন। 

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার (জেসি) মো. সেলিম শেখ মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করে জানান, হাউসের সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিন ও রাজস্ব কর্মকর্তা সালমা বেগম করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনার উপসর্গ থাকায় হাউসের শাখা সহকারী আবুল বাশারও আইসোলেশনে রয়েছেন। 

এদিকে একই গাড়ীতে সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিনের সাথে অপর সহকারী কমিশনার মাধব দেব রায় ও ডেপুটি কমিশনার সেলিম রেজা মোংলা থেকে খুলনায় যাতায়াত করতেন। ফলে ওই দুইজনও আইসোলেশনে রয়েছেন। গত সপ্তাহে প্রথম সালমা বেগম আর চলতি সপ্তাহে তানজিলা ইয়াসমিন করোনা আক্রান্ত হন। 

কাস্টমস কর্মকর্তা মো. সেলিম শেখ আরও বলেন,এই মুহূর্তে হাউসে লকডাউন দেয়া না হলেও সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথেই বিপল্প কর্মকর্তা দিয়ে কার্যক্রম স্বাভাবিক ও চলমান রাখা হয়েছে। 
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি