ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক চোরাকারবারীকে গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২২:২০, ১৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রাম থেকে লিটন আলী (৪০)কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা মাদকসহ লিটনকে গ্রেফতার করে। লিটন মেহেরপুর জেলার গাংনীর উপজেলার করমদী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর সদস্যরা কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গার আলোকদিয়ার ফিউচার মাস্ক নামক মাস্ক তৈরী প্রতিষ্ঠানের সামনে অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী লিটন আলীকে গ্রেফতার করে। 

এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা, ১ টি মোবাইল সেট, ২টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রযেছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি