ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৩, ১৭ জুন ২০২০

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্ত বাজারে দুটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং আরো একজন আহত হয়েছে। 

প্রাথমিকভাবে নিহতদের পরেচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি রায়গঞ্জের নিমগাছি, ভুঁইয়াগাঁতী এলাকায় বলে পুলিশ জানিয়েছে। 

আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি তুলা বোঝাই ট্রাক এই মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইটের ট্রাকের চালক-হেলপার নিহত এবং আরো ২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। পরে আহত দুজনকে হাসপাতালে নেবার পথে আরো একজন মারা যায়। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি