ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ত্রি-হুইলার ও নসিমনের সংঘর্ষে কাপড় ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৪, ১৭ জুন ২০২০

নাটোরের সিংড়ায় সিএনজি ত্রি-হুইলার ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে বজলুর রহমান (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাতাল-বিয়াস গ্রামীন সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত বজলুর রহমান বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ‘মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাপড় ব্যবসায়ী বজলুর একটি সিএনজি ত্রি-হুইলারে করে রনবাঘার দিকে যাচ্ছিলেন। পথে কুমগ্রাম এলাকায় একটি নসিমনের সাথে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রক্তাক্ত জখম হন বজলুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি