ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় বিপুল পরিমান নকল ওষুধ জব্দ 

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৮, ১৭ জুন ২০২০

কুষ্টিয়া শহরে এপি লিমিটেড নামে একটি নকল হোমিও ওষুধ প্রস্তুত করাখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে শহরের বাবর আলী গেট এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

বাবর আলী গেটে তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নকল হোমিও ওষুধ তৈরী ও বাজারজাত করছে এমন অভিযোগ পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমান নকল ওষুধসহ কারখানা মালিক তোহিদুল ইসলামকে আটক করে তারা। পরে সেখানে আদালত বসিয়ে তোহিদুল ইসলামকে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান জানান,  ওষুধ প্রস্তুতের ব্যাপারে তোহিদুল ইসলামের কোন বৈধ কাগজপত্র নেই। তিনি নকল ওষুধ তৈরী ও বাজারজাত করে দীর্ঘদিন থেকে লোক ঠকিয়ে আসছে।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি