ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মো. সোলায়মান (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর হাসপাতালের আইসোলেশনে মারা যান তিনি। মৃত সোলায়মান দর্শনা বাস স্ট্যান্ডপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবীর জানান, ‘গত ১৫ জুন সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মো. সোলায়মান দামুড়হুদা স্বাস্থ্যকেন্দ্রে গেলে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। আজ সকালে তিনি মারা যান।’

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, ‘সদর হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসাধীন থাকা একজন মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত তার নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়ায় এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তিনি করোনা আক্রান্ত ছিলেন কী-না।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি