ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলায় ৩ তিন নম্বর সতর্কতা, পণ্য ওঠানামা বিঘ্নিত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২২, ১৭ জুন ২০২০

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে গতরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, টানা বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার, কয়লা, ক্লিংকার, পাথর ও গ্যাসসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ বিঘ্নিত হচ্ছে।
 
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, ‘বৃষ্টিপাতের কারণে বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজে কিছুটা সমস্যা হচ্ছে।’

এদিকে একটানা ভারী বৃষ্টিপাতে মোংলা পৌর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি আটকে ঢুকে পড়ছে ঘর-বাড়িতে। এছাড়া বৃষ্টিতে এখানকার বেশকিছু চিংড়ি ঘেরও তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি