ঢাকা, শনিবার   ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনা আক্রান্তদের মাঝে মৌসুমী ফল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ১৭ জুন ২০২০ | আপডেট: ১৬:৩৮, ১৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগী ও কর্মরতদের মাঝে মৌসুমী ফল দিয়েছে জেলা ছাত্রলীগের নারী কর্মীরা। 

বুধবার দুপুরে হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মো. শওকত হোসেনের কাছে লিচু, আম, জাম সম্বলিত প্যাকেট হস্তান্তর করেন জেলা ছাত্রলীগ নেত্রী আফরিন ফাতেমা জুই। 

এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তর একরামুর রেজা, আইসোলেশসনের ইনচার্জ নূর মোহাম্মদ, নারীকর্মী হাজেরা আক্তার শাকিলা, সামান্তা সুমাইয়া প্রমূখ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি