চুয়াডাঙ্গায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১৮:৫৯, ১৭ জুন ২০২০
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ জাহানারা খাতুন (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৭ জুন) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহানারা খাতুন উপজেলার আন্দুলবাড়িয়া মীরপাড়া গ্রামের পুটু গাজী’র স্ত্রী ও এলাকার একজন নারী মাদক ব্যবসায়ী। র্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বুধবার (১৭ জুন) বিকাল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, র্যারের এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মীরপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী জাহানারা খাতুন (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বাড়ী তল্লাসি করে ১০৭ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল সেট এবং ১টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় জীবননগর সদর থানায় হস্তান্তর করা হয়।
কেআই/
আরও পড়ুন