ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ১৭ জুন ২০২০

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দপুর আদর্শ গ্রামে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লফিরউদ্দীন সেতু (৩০) নামে এক যুবককে আসামি করে ভিকটিমের পিতা মুকুল চন্দ্র বাদী হয়ে বুধবার বিকেলে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, ওই গ্রামের খয়বর আলীর ছেলে ও মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী রাজার শ্যালক লফিরউদ্দিন সেতু মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একই গ্রামের মুকুল চন্দ্রের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে পাশের আম বাগানে ডেকে নিয়ে পরনের জামা-কাপড় ছিড়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরীর আর্ত-চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে সেতু পালিয়ে যায়। 

ওসি আরও জানান, মামলা দায়েরের পর থেকে আসামি সেতু পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি