ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে যৌননিপীড়ন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪১, ১৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

সদর উপজেলার খামার ভোপলা গ্রামে আম খাওয়ানোর লোভ দেখিয়ে আট বছরের এক শিশুর ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এ অভিযোগে বুধবার (১৭ জুন) দুপুরে শিশুটির বাবা বাদি হয়ে আব্দুল হাই (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের দায়ের করেন।

ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত প্রতিবেশি আব্দুল হাই পালিয়ে গেছে।

অভিযোগে জানা যায়, খামার ভোপলা গ্রামের আট বছরের শিশুটি মঙ্গলবার সকালে বাড়ির পাশে ফুপুরবাড়ি থেকে ফিরছিল। এ সময় প্রতিবেশী ৫৫ বছর বয়সী আব্দুল হাই তাকে আম খাওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যৌন নিপীড়ন করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ অভিযুক্তকে না পেয়ে তার দুই ছেলেকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার তদন্তের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি