ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২১, ১৮ জুন ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবু হানিফ নামে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবা উপজেলার হাবিবপুর এলাকায় ভোররাত ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধের’এ ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।  

পুলিশের ভাষ্যমতে, গতরাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবু হানিফকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে রাত ৩টার দিকে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। একপর্যায়ে হানিফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় পুলিশের চার সদস্য আহত হয়। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। 

ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত আবু হানিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় সন্ত্রাসী ও মাদকসহ ৮টি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 
এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি