ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে একদিনেই দেড়শ আক্রান্ত 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৭, ১৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আড়াই হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির সন্ধান পাওয়া যায়। এছাড়া, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৯ জন। 

সংক্রমণ ক্রমাগত বেড়ে যাওয়ায় গাজীপুর জেলাকে ইতিমধ্যেই রেড জোন ঘোষণা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পোশাক শ্রমিক ও নিরাপত্তার বাহিনীর সদস্যরাও রয়েছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত (১ হাজার ৫৮২ জন) সিটি কর্পোরশন এলাকায়। এরপরই কালিয়াকৈর উপজেলা। যেখানে করোনার ভুক্তভোগী ৩০৯ জন। 

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি