গর্ভবতীদের জন্য গাজীপুরে সেনাবাহিনীর ফ্রি সেবা
প্রকাশিত : ১৫:৫৭, ১৮ জুন ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গবিব ও দুস্থ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দিয়েছে সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনভর গাজীপুর সদর উপজেলার বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর দিক নির্দেশনায় এড়িয়া সদর দপ্তর সাভার ও ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় শারীরিক দূরত্ব বজায় রেখে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হয়।
পরে আগত মায়েদের প্রত্যেককে উৎসাহ পুরস্কার দেন লে. কর্নেল রাজিব হোসেন খান, লে. কর্নেল মোহাম্মদ ফখরুল আলম ও মেজর মাহফুজুর রহমান।
এআই//
আরও পড়ুন