ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ১১ বসতঘর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৩, ১৮ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ঝড়ের আঘাতে অন্তত ১১টি বসকঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামে এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় সুফিয়া বেগম (৬০) নামে এক নারী আহত হয়েছেন। তিনি আহরন্দ গ্রামের দক্ষিণপাড়ার মৃত শুক্কুর মিয়ার স্ত্রী। 

ক্ষতিগ্রস্তরারা জানান, সকালে হঠাৎ করে আহরন্দ গ্রামে ঝড় আঘাত হানে। এই সময় গ্রামের দক্ষিণ পাড়ার অন্তত ১৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বৃদ্ধ সুফিয়া আহত হয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের নগদ ছয় হাজার করে টাকা এবং শুকনো খাবার দেওয়া হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি