ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ী চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩১, ১৮ জুন ২০২০ | আপডেট: ২০:৩৪, ১৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ২টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মালেক মিয়া, আশিক মিয়া ও সেলিম মিয়া। 

উদ্ধারকৃত প্রাইভেটকার ২টি গাজীপুর জেলা থেকে চুরি করে নিয়ে এসেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন,১৬ জুন চুনারুঘাটে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সূত্রে,খবর পান গাড়ী চোরচক্রের সদস্যরা তাদের নিধারিত ক্রেতার কাছে ৪/৫টি চোরাই গাড়ি বিক্রির জন্য রাজার বাজার পূবালী ব্যাংকের সামনে রাস্তায় অবস্থান করছে।

খবর পেয়ে সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চুনারুঘাটের গাজীপুরের রফিক মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আনু মিয়ার সহায়তায় ৩টি প্রাইভেটকার ১টি পিকাপ ভ্যান, মোটরসাইকেলসহ ৫০টি গাড়ী বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি