ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় দুই আনসারসহ আক্রান্ত আরও ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ১৯ জুন ২০২০

চুয়াডাঙ্গায় দুই আনসার সদস্যসহ নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৯ জনে। এর মধ্যে ৮৯ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর মৃত্যু হয়েছে ২ জনের। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত একদিনে ৪৬ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৫ জনের  করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩ ও আলমডাঙ্গা উপজেলার ২ জন। নতুন আক্রান্তরা হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

আক্রান্তরা হলেন, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের দুই সদস্য ও পৌর এলাকার নতুন বাজারের একজন। এছাড়া লমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি ও গোবিন্দপুর গ্রামের দুইজন।

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৫৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এর মধ্যে ৪১ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে একজনের। আলমডাঙ্গায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ২৬ জন, দামুড়হুদায় ৫৩ জন আক্রান্তে ইতিমধ্যেই ১৮ জন বেঁচে ফিরেছেন ও মারা গেছে ১ জন। জীবননগর উপজেলায় করোনার ভুক্তভোগী ১৩ জন, এর মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন।

গত ১৯ মার্চ প্রথম আলমডাঙ্গা উপজেলার ইতালিফেরত যুবকের আক্রান্তের মধ্যদিয়ে জেলায় করোনার প্রকোপ ছড়িয়ে পড়ে।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, ‘করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’ 

জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান,‘জেলায় করোনাক্রান্ত পুলিশের মোট সংখ্যা এখন ২৫। এর মধ্যে ১৪ জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তারা আরও ১০ দিনের পর্যবেক্ষণে রয়েছেন। বাকিদের সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা অন্য পুলিশ সদস্য ও পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’
 
জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার একের পর এক পুলিশ ও আনসার সদস্য করোনা পজিটিভ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ‘নিজেদের কাজের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করে। কিন্তু এভাবে আক্রান্ত হলে এসব কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি