লোহাগড়ায় সোনালী ও অগ্রণী ব্যাংক বন্ধ ঘোষণা
প্রকাশিত : ১০:৪৯, ১৯ জুন ২০২০
দুই ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় নড়াইলের সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখা ও অগ্রণী ব্যাংক লোহাগড়া বাজার শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র সাংবাদিকদের জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকের ওই শাখা দুটি বন্ধ থাকবে।
লোহাগড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার সেকেন্ড অফিসার মুন্সী সেকেন্দার আলীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এছাড়া এই শাখার আরো চার কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে গত মঙ্গলবার (১৬ জুন) অগ্রণী ব্যাংক লোহাগড়া বাজার শাখার ম্যানেজার হাসান তারেকের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ কারণে গতকাল থেকে দু’টি ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
এআই//
আরও পড়ুন