ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে আরও ৭৪ জনের করোনা শনাক্ত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০০, ১৯ জুন ২০২০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। ৫১৮ জনের নমুনা পরীক্ষা এ ফলাফল পাওয়া গেছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। 

জেলায় এখন এ পর্যন্ত ১৮ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৮৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০৭ জন। 

অবস্থা ক্রমেই সংকটাবস্থা দেখে ইতিমধ্যে গাজীপুরকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পোশাক শ্রমিক ও পুলিশ সদস্যরাও রয়েছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর সিটি কর্পোরশন এলাকায়। যেখানে ভাইরাসটিতে ভুগছেন ১ হাজার ৬৪৪ জন মানুষ। দ্বিতীয় সর্বোচ্চ কালিয়াকৈর উপজেলায় (৩১৩ জন)।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি