ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৩, ১৯ জুন ২০২০

নাটোরে ৩ হাজার ৯০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২। আটককৃত রবিউল ইসলাম (৩৫) জেলার লালপুরের পুরাতন ঈশ্বরদী (এয়ারপোর্ট মোড়) গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে।

সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি শফিকুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুন) রাতে র‌্যাব-১২ এর একটি দল নাটোর জেলার লালপুর থানাধীন শিবনগর গ্রামের মৃত ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময়  উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ রবিউলকে আটক করা হয়।’

এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি