ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যমুনায় অস্বাভাবিকহারে বাড়ছে পানি, প্রবল বন্যার আশঙ্কা 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০২, ১৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে করে তলিয়ে যাচ্ছে নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ফসলি জমি। নষ্ট হচ্ছে পাট, ভুট্টা, তিল, বাদাম, সবজি ক্ষেত ও বীজতলা।

শুক্রবার ( ১৯ জুন) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী  এ.কে.এম.রফিকুল ইসলাম জানান, ‘যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি সমতল থেকে ১২ দশমিক ১৬ মিটার রেকর্ড  করা হয়। গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ২১ সেন্টিমিটার। পানি বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত  হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে, এ অবস্থা অব্যাহত থাকলে যমুনার পানি বিপদসীমা (১৩ দশমিক ৩৫ মিটার) অতিক্রম করতে পারে।’ 

তিনি জানান, ‘বিগত ৩২ বছরের মধ্যে এত দ্রুত গতিতে যমুনার পানি বাড়ার রেকর্ড নেই। এই কারণে এ অঞ্চলে এবার প্রবল বন্যার আশঙ্কা রয়েছে।’

এদিকে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) হাবিবুল হক জানান, ‘যমুনা পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ৯০ একর জমির পাট, ৫০ একর জমির তিল সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। এছাড়া ৫৮০ একর জমির সবজি সম্পূর্ণ নষ্ট  হয়ে গেছে। পানি বাড়তে থাকলে বাদাম ও ভুট্টার অনেক ক্ষতি হবে।’
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি