ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ১৯ জুন ২০২০

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ নাজমুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে তাকে দর্শনা শ্যামপুর বিজিবি ক্যাম্প মোড় থেকে গ্রেফতার করা হয়।

এসময় উদ্ধার করা হয় ১৭০ পিচ নিষিদ্ধ ইয়াবা ও সিমসহ মোবাইল। গ্রেফতারকৃত নাজমুল ইসলাম (২৮) শ্যামপুর গ্রামের আশাদুল হকের ছেলে।

শুক্রবার (১৯ জুন) বিকালে র‌্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর বিজিবি ক্যাম্পের অদূরবর্তী সড়কের এক অভিযান চালিয়ে মাদক কারবারী নাজমুল কে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে নিষিদ্ধ ১৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি