ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৫, ১৯ জুন ২০২০ | আপডেট: ১৭:৪৫, ১৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁয় হয়ে বিদ্যুৎস্পৃষ্ট এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে জেলার বদলগাছী উপজেলার কোলা বাজারে ও আত্রাই উপজেলার ফুরবাড়ি গ্রামে এই দুটি ঘটনা ঘটেছে। নিহতরা হলো সাগর হোসেন (২৩) ও শাহিন খন্দকার (৪২)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার সকাল ১০টার দিকে নওগাঁর বদলগাছি উপজেলার কোলা বাজার হালখাতা অনুষ্ঠানের মাইক টাঙ্গানোর সময় পাশের ১১ হাজার ভোল্টেজের তারে স্পর্শ হয়ে সাগর হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এসময় ডেকোরেটরের মালিক সুজন আলী আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাগর পাশের জয়পুরহাট উপজেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের র‌্যাব সদস্য আনোয়ার হোসেনের ছেলে এবং নওগাঁ সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

এদিকে একই দিন সকালে আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে খড়ের পালা করার সময় পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের তার স্পর্শ করলে ঘটনাস্থলেই শাহিন খন্দকারের মৃত্যু হয়। মৃত শাহিন ওই গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
এঘটনায় বদলগাছী ও আত্রাই থানায় পৃথক দুটি মামলা দাযের হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি