ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৩, ১৯ জুন ২০২০ | আপডেট: ১৮:৪৫, ১৯ জুন ২০২০

নওগাঁর নিয়ামতপুর ও ধামইরহাটে অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ ২২৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়,শুক্রবার রাত ১টার দিকে র‌্যাব-৫ এর একটি দল নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী চার মাথার মোড়ে অভিযান চালিয়ে ২২৬ বোতল ফেনসিডিলসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোজাহিদ ইসলাম (২৪) ও নওগাঁর মান্দা উপজেলার কালিসফা গ্রামের তারেক হোসেন (৩৫)কে আটক করে। 

এসময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল ও নগদ ৫'শ টাকা জব্দ করা হয়। এদিকে এ্কইদিন রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীনগর ধানতারা মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫০ বোতল ফেনসিডিলসহ  মোফাজ্জল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে। 

আটক মোফাজ্জল ধামইরহাট উপজেলার খড়মপুর পুর্বপাড়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন। আটককৃতদেরও বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের শেষে শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি