ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩৬, ১৯ জুন ২০২০ | আপডেট: ২১:৩৮, ১৯ জুন ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার বেংরোল কবরস্থান দখলের প্রতিবাদে  মানববন্ধন করেছে স্থানীয়রা।  শুক্রবার কবরস্থান রক্ষা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে রায়পুর ফুটানীবাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। 

এসময় বক্তারা বলেন, রায়পুর ইউনিয়নে প্রায় দুই'শ বছরের পুরনো ৩টি  কবরস্থান দখল করে নিচ্ছে ভূমিদস্যু চক্র। ইতোমধ্যে  ৩টি কবরস্থান দখল করে গাছরোপন ও হালচাষ করে দিয়েছে ওই চক্র। 

এ অবস্থায় চরম উত্তেজনা বিরাজ করছে বেংরোল গ্রামে। এলাকাবাসী কবরস্থানগুলো পুনরুদ্ধারের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি