ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা উপসর্গে নড়াইলে ২ জনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৫, ২০ জুন ২০২০

করোনা উপসর্গে নড়াইলের কালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতিসহ দুইজনের মৃত্যু হয়েছে। অপরজন পুরুলিয়া গ্রামের বাসিন্দা।  

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন কালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিমল রায়। অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে পুরুলিয়া গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। 

এর আগে বিমল রায়ের প্রতিবেশী কার্তিক সরকার (৩৭) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘পুরুলিয়া গ্রামে মৃত বিমল রায়ের নমুনা সংগ্রহসহ যথাযথ প্রক্রিয়ার মধ্যদিয়ে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আট চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা ৮১ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি