ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে দুই র‌্যাবসহ আক্রান্ত আরও ৬ 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ২০ জুন ২০২০

জয়পুরহাটে প্রথমবারের মতো র‌্যাবের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তাদেরসহ মোট ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ জনে। 

শুক্রবার (১৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।

নতুন আক্রান্তরা হলেন, জয়পুরহাট র‌্যাব-৫ এর দুই সদস্য, জেলা সমাজ সেবা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ও জয়পুরহাট পৌর এলাকার ঢাকা ফেরত বিশ্বাসপাড়া এলাকার ৩৮ বছরের এক ব্যক্তি। এছাড়া পাঁচবিবি উপজেলার ধরঞ্জীর নন্দাইল ও নিথারুন এলাকার ৩৫ ও ৩৭ বছরের দুই নারী গার্মেন্টস কর্মী।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, ‘আক্রান্তরা বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন (এনআইএম) ল্যাবে পাঠানো হয়েছিল। সেখান থেকে ৭৪ জনের নমুনা পরীক্ষার ফল শুক্রবার রাতে এসেছে। এর মধ্যে ৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।’ 

তিনি বলেন, ‘র‌্যাব সদস্যদের তাদের রাজশাহীতে নিজস্ব তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। সমাজ সেবার ডাটা এন্ট্রি অপারেটর পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছীতে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া বাকি সকল করোনা রোগীকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে নেওয়ার কাজ চলছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি