ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা নগরীর ৪টি ওয়ার্ডে লকডাউন শুরু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১০, ২০ জুন ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪টি ওয়ার্ডে লকডাউন শুরু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ১২টা থেকে নগরীর ৩, ১০, ১২, ১৩নং ওয়ার্ডে এই লকডাউন শুরু হয়েছে। যা আগামী ৩ জুলাই রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। 
 
করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে নগরীর রেড জোন হওয়া সবচেয়ে বেশি সংক্রমিত ৪টি ওয়ার্ডকে লকডাউনের আওতায় আনা হয়। এসব ওয়ার্ডে প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে বিশেষ টিম গৃহবন্দিদের সহযোগিতা করবে। 

লকডাউন এলাকায় জনসাধারনের চলাচলের পাশাপাশি সবধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে, জরুরি সেবার জন্য হাসপাতাল ও ফার্মেসি খোলা থাকবে। 

এছাড়া, প্রধান সড়ক ব্যতীত লকডাউন এলাকায় সবধরনের যোগাযোগ বন্ধ থাকবে। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি