বেনাপোলে দেড় বিঘা জমির কুলগাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা
প্রকাশিত : ১৭:৩০, ২০ জুন ২০২০
যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের হোসেন আলীর ছেলে রেজাউল ইসলামের দেড় বিঘা জমির কুলবাগান শনিবার ভোরে রাতে কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এ ব্যাপার বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কুল চাষি রেজাউল ইসলাম।
কুল চাষি রেজাউল ইসলাম জানান, আমি দুপুরে গয়ড়া স্কুল পাড়ায় আমার কুলবাগানে ওষুধ স্প্রে করতে গিয়ে দেখতে পাই আমার দেড় বিঘা জমিতে লাগানো ৪২টি কুলগাছ কে বা কারা কেটে দিয়েছে।
তিনি বলেন,আমার কারোর সাথে কোন শক্রতা নেই। তারপরেও আমার এভাবে ক্ষতি করলো কেন। এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান তিনি। সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত তাদের বিচার দাবি করছি।
বেনাপোল গয়ড়া ওয়ার্ড ইউপি সদস্য মনির হোসেন মিন্টু বলেন, আমিও শুনেছি কে বা কারা রাতের আধারে রেজাউলের বাগানের কুলগাছ কেটে ধ্বংস করে দিয়েছে। এমন কাজ যারা করেছে তাদের খুঁজে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান,কুলগাছ কেটে ফেলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই চাষি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন কর হবে বলে তিনি জানান।
কেআই/
আরও পড়ুন