ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ২৫৫ পরিবারকে খাদ্য সহায়তা দিল বিজিবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ২০ জুন ২০২০

নওগাঁর পোরাশা সীমান্ত এলাকার অসহায় ২৫৫ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার বেলা ১১টার দিকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় জেলার পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এর আগে সাপাহার উপজেলার সীমান্ত চাড়ালডাংগা, বিভিষণ ও রোকনপুর সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে ২৫৫ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়।

এতে প্রতি ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আটা ও ৫০০ গ্রাম লবণ রয়েছে। ত্রাণ বিতরণের ১৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আরিফুল ইসলাম ও সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি