ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঝালকাঠিতে ২ চিকিৎসকসহ আক্রান্ত ১০

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০২, ২০ জুন ২০২০

ঝালকাঠিতে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলার নলছিটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীনসহ ২ ডাক্তার, সরকারী চাকরিরত ৪ জন ও একজন সাংবাদিকসহ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

এ নিয়ে জেলার ৪টি উপজেলা ও ২টি কোভিড-১৯ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২২ জনে। গতকাল শুক্রবার রাতে সর্বশেষ প্রতিবেদনের জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে। 

অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ার পর নমুনা পাঠানো একজনের রিপোর্ট পজেটিভ আসায় জেলায় সরকারী হিসাবে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারী হিসাবে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে কমপক্ষে ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।                                                                                                                                            
ঝালকাঠির নলছিটি উপজেলায় দুজন চিকিৎসক ও নলছিটি সিদ্ধকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস মাঝিসহ নতুন করে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য চিকিৎসক হলেন ,নলছিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া। এর আগেও মিজান মোল্লা নামে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ্য হয়ে আবার কাজে যোগ দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিউলী পারভীন ও চিকিৎসক সুমাইয়া গত মঙ্গলবার করোনা পরীক্ষার নমুনা দেন। আক্রান্ত দুই নারী চিকিৎসককে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকালের আক্রান্ত ১০ জনের মধ্যে অন্য দু'জনের মধ্যে ঝালকাঠি সদরে ১ জন এবং রাজাপুরে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১২২ জন। এদের মধ্যে সদরে-৩৯ , নলছিটি-৩৭ , রাজাপুর-২৯ , কাঁঠালিয়া ১৭। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ জন। সর্বশেষ আক্রান্তদের মধ্যে আছেন,ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের একজন সেরেস্তাদার, জিটিভির জেলা প্রতিনিধি শহীদুল আলম , সদর উপজেলা পরিষদের একজন কর্মচারী , পল্লী বিদ্যুৎ একজন কর্মচারী, এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে নলছিটির ভৈরপাশায় গত ১৭ জুন সকালে জ্বর,সর্দি ও কাশি নিয়ে মারা যাওয়া ব্যক্তি বাদশা মিয়া (৬৫) করোনা পজেটিভ ছিলেন। ওই দিন স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল রাতে তাঁর প্রতিবেদন পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট ৫ জন মারা গেলেন বলে জানান।

জেলায় গতকাল শুক্রবার রাত পর্যন্ত ১ হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে। এদের মধ্যে ১১২ জনের প্রতিবেদন পজেটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত ১ হাজার ২৮১ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাঁদের মধ্যে ১ হাজার ২০৭ জন ছাড়পত্র নিয়ে চলে গেছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৭৪ জন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি