ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে আরও ৮ জন আক্রান্ত  

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৭, ২০ জুন ২০২০

নাটোরে করোনা আক্রান্ত বেড়েই চলেছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) করোনা ল্যাব থেকে পাওয়া তথ্যে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নাটোর সদরের ৩ জন,গুরুদাসপুরের ২ জন,সিংড়ার ২ জন এবং বড়াইগ্রাম উপজেলায় ১ জন। 

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা.সাবেরা গুলনাহার জানান,শনিবার রামেক ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৮ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের ৮ জন নাটোরের,৮ জন রাজশাহীর এবং ২ জন পাবনার।
  
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান,রামেক র‌্যাব থেকে ৮ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিস্তারিত পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৩৫ জন। এরমধ্যে ৫৪ জন সুস্থ হয়েছেন। ১ জন মৃত্যুবরণ করেছেন। শুক্রবার পর্যন্ত আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি