ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৫, ২০ জুন ২০২০ | আপডেট: ২২:২০, ২০ জুন ২০২০

নাটোরের বড়াইগ্রামে পিক আাপের ধাক্কায় খোরশেদ আলম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার গুনাইহাটি এলাকায় পাবনা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম জেলার সিংড়া থানার বড়িলা গ্রামের নেক মোহাম্মদের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,পাবনাগামী মোটর সাইকেলরোহী খোরেশেদ আলম গুনাইহাটি এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি পিকাপের সাথে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে  লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে পিকাপের চালক-হেলপার পালিয়ে গেছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি