ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাজীপাড়া রাস্তার বেহালদশায় জনদুর্ভোগে ২০ হাজার মানুষ

এম হেদায়েত, সীতাকুণ্ড

প্রকাশিত : ২৩:২৬, ২০ জুন ২০২০

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল কাজীপাড়া রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় জনদুর্ভোগে ২০ হাজার মানুষ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই জনবহুল সড়কটি। 

গত দু বছর আগে এই রাস্তার সংস্কার কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। শিপ ব্রেকিং ইয়ার্ড এর মালবাহি ট্রাক চলাচলের কারণে রাস্তার এই জরাজীর্ণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, আগামী ৩০ জুনের মধ্যে যদি শিপ ব্রেকিং ইয়ার্ড এর মালিকরা রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ না করেন, পহেলা জুলাই থেকে শিপব্রেকিং ইয়ার্ডের গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা।

দীর্ঘদিন থেকে প্রায় ২০ হাজার মানুষের চলাচলের সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নিকট আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি।

এ ব্যাপারে ৮নং সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মনির আহমেদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত রাস্তার কাজের বাস্তবায়ন করার উদ্যেগ গ্রহন করা হবে।

সড়কটির এই দুরাবস্থায় এলাকার মানুষের জনদূর্ভোগ লাঘবে প্রচেষ্টা নেই সংশ্লিষ্টদের। গুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতে যেন দেখার কেউ নেই। তাই সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে জনস্বার্থে এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি