ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় আরও ১৩১ জন আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩০, ২০ জুন ২০২০ | আপডেট: ২৩:৩৩, ২০ জুন ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৬০২ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৯ জন, বরুড়ায় ৮ জন, চৌদ্দগ্রামে ১২ জন, মনোহরগঞ্জে ১৯ জন, সদর দক্ষিনে ৪ জন, চান্দিনায় ৯ জন, দাউদকান্দিতে ১৮ জন, হোমনায় ৫ জন, মুরাদনগরে ১ জন, নাঙ্গলকোটে ২ জন, আদর্শ সদরে ৫ জন, তিতাসে ৪ জন ও লালমাইয়ে ৪ জন। নতুন ৫ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৭৮ জন।
 
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৬০২ জন আর মৃত্যুবরন করেছেন ৭৮ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২৬০২ জনের মধ্যে আজকের ৫০ জনসহ ৭৪৭ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত, কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৬২৮ জন, দেবীদ্বারে ২৭১ জন, মুরাদনগরে ২০৬ জন, চান্দিনায় ১৭০ জন, লাকসামে ১৭২ জন, চৌদ্দগ্রামে ২০১ জন, বুড়িচংয়ে ১৩৬ জন, নাঙ্গলকোটে ১২৯ জন, আদর্শ সদরে ১১০ জন, দাউদকান্দিতে ১১১ জন, সদর দক্ষিনে ৬২ জন, তিতাসে ৭১  জন, ব্রাহ্মনপাড়ায় ৪৯ জন, বরুড়ায় ৭৮ জন, মনোহরগঞ্জে ৭৩ জন, হোমনায় ৫৬ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৩৩ জনসহ জেলায় মোট আক্রান্ত ২৬০২ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ  ১৫৮২৭ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৪৫৭০ জনের। 

কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি