করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
প্রকাশিত : ১১:৩৪, ২১ জুন ২০২০
করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত ডা. মুজিবুর রহমান রিপন ( ৪৪) কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২০ জুন) সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ওই দিনই রাত ১২টায় স্বাস্থ্যবিধি মেনে মরহুমের গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে তাকে সমাহিত করা হয়। তিনি স্থানীয় মৃত খতিব উদ্দিনের ছেলে।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডা. মুজিবুর রহমান শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৩ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। গত ১৬ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরে রাত ১২টায় স্বাস্থ্যবিধি মেনে মরহুমের নিজ গ্রামে লাশ দাফন সম্পন্ন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টামের ঠাকুরগাঁওয়ের আহ্বায়ক আশাফুদ্দোজা শিশির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএমএর তথ্য অনুযায়ী, দেশ এ পর্যন্ত চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২৩৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক এক হাজার ২০ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং পাঁচজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এআই//
আরও পড়ুন