ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৪, ২১ জুন ২০২০

যৌতুকের দাবিতে সিরাজগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী ও ননদকে আটক করেছে।

পুলিশ জানায়, শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৬) যৌতুকের দাবিতে তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রায়ই শারীরিক নির্যাতন চালাতো। এরই জের ধরে শনিবার (২০ জুন) সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রানা খাতুনকে আটক করে পুলিশ।

একইসাথে মধ্যরাতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করার পাশাপাশি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, ‘প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি